শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, গুলি-পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩২) এবং তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার বাসিন্দা জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার রাতে রুবেল মিয়া প্রাইভেট কারচালক শাহজালালকে ফোন করে মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান। পরে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর একত্র হন। তিনজনের সঙ্গে ওই রাতে তিনটি প্রাইভেট কার ছিল। তবে মাধবদী না গিয়ে তাঁরা রায়পুরার খলাপাড়া এলাকায় যান। সেখানেই সোহেল ও তাঁর সহযোগীরা যান। এরপর মাদকের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ও তাঁর সহযোগীরা শ্বাস রোধ করে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। পরে তিনটি প্রাইভেট কার ছিনতাই করেন। কিন্তু শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে আটক করে। হত্যার শিকার দুজনসহ আটক হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
অন্যদিকে রুবেলের বাবা মো. তোফাজ্জল মিয়া বলেন, ‘রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তার এক বন্ধুর গাড়ি ভাড়া নিয়ে চালাত। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরে রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা আমার বিশ্বাস হয় না।’
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, গুলি-পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩২) এবং তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার বাসিন্দা জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার রাতে রুবেল মিয়া প্রাইভেট কারচালক শাহজালালকে ফোন করে মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান। পরে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর একত্র হন। তিনজনের সঙ্গে ওই রাতে তিনটি প্রাইভেট কার ছিল। তবে মাধবদী না গিয়ে তাঁরা রায়পুরার খলাপাড়া এলাকায় যান। সেখানেই সোহেল ও তাঁর সহযোগীরা যান। এরপর মাদকের অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ও তাঁর সহযোগীরা শ্বাস রোধ করে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। পরে তিনটি প্রাইভেট কার ছিনতাই করেন। কিন্তু শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে আটক করে। হত্যার শিকার দুজনসহ আটক হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
অন্যদিকে রুবেলের বাবা মো. তোফাজ্জল মিয়া বলেন, ‘রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তার এক বন্ধুর গাড়ি ভাড়া নিয়ে চালাত। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরে রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা আমার বিশ্বাস হয় না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫