Ajker Patrika

টাকার অভাবে ছাড়পত্র দেওয়া হলো হাফসাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ৩৭
টাকার অভাবে ছাড়পত্র দেওয়া হলো হাফসাকে

টাকার অভাবে অপারেশনের দুদিন পর হাসপাতাল ছাড়তে হয়েছে ভুল চিকিৎসায় হাত হারানো বান্দরবানের লামার শিশু হাফসা আকতারকে। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির বাবা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, টাকা দিতে না পারায় গতকাল ঢাকার গ্রিন লাইফ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। অপারেশনের পর প্রতি সপ্তাহে হাফসার হাতে নতুন করে ড্রেসিং করতে বলেছেন। এখন এমন পরিস্থিতিতে হাফসাকে নিয়ে কোথায় যাবেন তা নিয়ে দিশেহারা হাবিবুর।

গত অক্টোবরে ঠান্ডাজনিত কারণে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হাফসাকে। সেখানে চিকিৎসকের ভুলে শিশুটির হাতে ডানে ইনফেকশন দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১ নভেম্বর তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর গত ৮ নভেম্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং হাফসার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। শিশুটিকে দেখতে গিয়ে হাসপাতালে অগ্রিম দুই টাকা বিল দেন তিনি। মন্ত্রীর দেওয়া সেই টাকা শেষ হয়ে যাওয়ার পর হাফসাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি হাবিবুরের।

শিশুটির শারীরিক পরিস্থিতি সম্পর্কে গ্রিন লাইফের চিকিৎসক মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে জানান, হাফসার অবস্থা আগের চেয়ে ভালো। অপারেশন করে হাতের ইনফেকশন ছড়িয়ে পড়া অংশ কেটে ফেলা হয়েছে। এখন তার হাসপাতালে থাকার প্রয়োজন নেই। কয়েক দিন এসে ড্রেসিং করালেই চলবে। ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে এই চিকিৎসক জানান, মন্ত্রীর জমা দেওয়া টাকা শেষ হয়ে গেছে। শিশুটিকে হাসপাতালে রাখলে টাকার অঙ্ক আরও বাড়বে। এ ছাড়া শিশুটির সঙ্গে তার বাবা-মা ও আড়াই বছরের ভাইও হাসপাতালে অবস্থান করছেন। একজন রোগীর সঙ্গে এত মানুষ হাসপাতালে থাকার সুযোগ নেই। এসব কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মন্তব্য জানতে মন্ত্রী বীর বাহাদুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত