Ajker Patrika

পরিবারের সদস্যকে মারধরের বিচার দাবি বীর মুক্তিযোদ্ধার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৩
পরিবারের সদস্যকে মারধরের বিচার দাবি  বীর মুক্তিযোদ্ধার

মাগুরার শ্রীপুরে নিজ পরিবারের সদস্যকে মারধরের ঘটনার বিচার দাবি জানিয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ থেকে এ দাবি জানান তিনি। সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের নেতৃত্বে এবং বাখেরা-মকরদ্দমখোলা এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

মকরদ্দমখোলা গোরস্থানসংলগ্ন স্থানে আয়োজিত এ সংবাদ থেকে হামলাকারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও তাঁর পৃষ্ঠপোষক আবদুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেন, ‘আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। গত শনিবার আমার বাড়ির সামনে আমার ছোট ভাই ডলারের ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান মিল্টন বলেন, ‘আমাদর উপজেলার ২১ জন রাজাকারের ১৩ জনই আমাদের গ্রামের। আমরা বিভিন্ন সময় তাদের দ্বারা লাঞ্চিত হচ্ছি। তাদের নেতৃত্ব দিচ্ছে সেই স্বাধীনতাবিরোধীর একনিষ্ঠ সহচর ও দলে অনুপ্রবেশকারী সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। সর্বশেষ গত শনিবার বিকেল এই বাহিনীর হামলার শিকার হয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর পরিবার। এ সময় হামলার শিকার হয় আমার ছোট ভাই মাগুরা জেলা যুবলীগের সদস্য মো. ডলার মোল্লা। আমরা এ ঘটনার সঙ্গে নাজমুল ইসলামকে ছাত্রলীগ থেকে বহিষ্কার ও তাঁর শাস্তির দাবি জানাছি।’

হামলায় আহত মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা ডলার মোল্লা বলেন, ‘নাজমুল ও বিএনপি নেতা আবদুর রশিদের পেটুয়া বাহিনীর হাতে আমরা মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতনের শিকার হচ্ছি। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে বিএনপি নেতা আবদুর রশিদ বলেন, ‘প্রথমত আমি গ্রামেই থাকি না। আর নাজমুল ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি। আমার কথা মতো কেন চলবে? তাঁর আর আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা।’

অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন ও সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শনিবার বিকেলে মারধরের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত