Ajker Patrika

ইবিতে সিটে ওঠা নিয়ে হট্টগোল ছাত্রলীগের

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫: ২২
ইবিতে সিটে ওঠা নিয়ে হট্টগোল ছাত্রলীগের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে ওঠা নিয়ে মধ্যরাতে থেকে সকাল পর্যন্ত ছাত্রলীগের কয়েক দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে গত শনিবার রাতে ৪০৩ নম্বর কক্ষ কেন্দ্র করে ছাত্রলীগ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান।

জানা গেছে, হট্টগোলের সে কক্ষে বৈধ দুই শিক্ষার্থী বাইরে অবস্থান করায় ওই কক্ষে নবীন এক শিক্ষার্থীকে তুলতে চান ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে সে কক্ষে পূর্বে থেকেই থাকতেন ছাত্রলীগ কর্মী অর্থনীতি বিভাগের শাকিল। তিনি ওই সিটে দুজন অতিথি রেখেছিলেন।

শনিবার রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা মোস্তাফিজ ওই কক্ষে অতিথি হিসেবে থাকা শিক্ষার্থীদের বের করে দিতে চাইলে প্রতিবাদ করেন শাকিল। এ নিয়ে কক্ষের সামনে কিছুক্ষণ হট্টগোল হয়। একপর্যায়ে শাকিলকে মারধর করেন মোস্তাফিজ ও তাঁর সহযোগীরা।

শাকিল বলেন, ‘রাত ৩টার দিকে হলের করিডরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোস্তাফিজ এসে আমাকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে চড়-থাপ্পড় দেন।’

তবে মোস্তাফিজুর রহমানের মোবাইলে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত