Ajker Patrika

রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, বিপাকে গ্রামবাসী

হিজলা প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০: ৩৪
রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, বিপাকে গ্রামবাসী

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে গত বৃহস্পতিবার দেয়াল নির্মাণ শুরু করে তিন ব্যক্তি। এতে যাতায়াতে সমস্যায় পড়েছে অন্তত তিন শ পরিবার।

স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন জানান, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের ছিদ্দিক সরদার, রুহুল আমিন সরদার এবং জাহাঙ্গির সরদার যাতায়াতের রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেন। এতে সেখানে সরকারের দেওয়া গভীর নলকুপ থেকে গ্রামের মানুষের পানি নেওয়া বন্ধ হয়ে গেছে। এ সংবাদ পেয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাজাহান তালুকদার গুয়াবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা মানেনি।

দেয়াল নির্মাণকারী জাহাঙ্গির সরদার বলেন, ‘আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে দেয়াল নির্মাণ করছি। এতে বাধা দেওয়ার কী আছে!’

স্থানীয় ভুক্তভোগী মতিন বেপারী ও শিউলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি অনেক পুরোনো। তা ছাড়া এ রাস্তা দিয়ে দৈনিক প্রায় ৫ শ লোকের যাতায়াত আছে। কিন্তু তারা প্রভাব ও টাকার দাপটে রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণ করছে। বিষয়টি জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েছি।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার বলেন, ‘এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দেখে রাস্তাটি সংস্কার করার জন্য ৫ মেট্রিক টন বরাদ্দ দিয়েছি। রাস্তা বন্ধ করে যারা দেয়াল নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে তাঁদের এটা করতে দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত