Ajker Patrika

ছাত্রদল নেতাকে নিয়ে অশোভন ভিডিও ভাইরাল

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ২৫
ছাত্রদল নেতাকে নিয়ে অশোভন ভিডিও ভাইরাল

ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুল আলম মিঠুকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক নারীর সঙ্গে তাঁকে অশোভন ভাষা ব্যবহার করে চ্যাটিং করতে দেখা যায়। এ নিয়ে বরিশাল ছাত্রদলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে জেলা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা জানিয়ে ভিডিওটি এডিট করে প্রচারের অভিযোগ তুলেছে। ছাত্রদল নেতা মিঠু এর আগে পদ বাণিজ্যের অভিযোগে বহিষ্কারও হন।

ভাইরাল হওয়া ওই ছবিতে অনেকে মন্তব্য করেন যে, দল যেখানে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেখানে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে আপত্তিকর চ্যাটিং নিয়ে ব্যস্ত।

ছাত্রদল নেতা মাহাফুজুল আলম মিঠু দাবি করেছেন, তার ছবি এডিট করে ফেসবুকে প্রকাশ করছে একটি মহল। দল থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়, জেলা সভাপতির বিরুদ্ধে কুচক্রী মহল অশ্লীল ছবি এডিট করে ছড়িয়ে দিয়েছে। বরিশালে কলেজ, পৌর এবং উপজেলা কমিটি প্রকাশের পর মহলটি ভুয়া আইডির মাধ্যমে এ ধরনের অসত্য তথ্য প্রচার করছে।

এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, কর্মীরা আমাদের অনুসরণ করে। সে জন্য এমন কোনো অসামাজিক কর্মকাণ্ড করা যাবে না যাতে প্রশ্ন উঠে। তিনি সভাপতির বিরুদ্ধে এমন নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরালের খবর শুনেছেন। তবে এ বিষয়টি কতটা সত্য তা খতিয়ে দেখে উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...