Ajker Patrika

রাশিয়ায় ‘আম-কাঁঠালের ছুটি’

রাশিয়ায় ‘আম-কাঁঠালের ছুটি’

রাশিয়ার চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘আম-কাঁঠালের ছুটি’। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।

সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা সেই বয়সের যাপিত জীবনকে এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। একই সঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃত আর আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্ম। চলচ্চিত্রটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে ‘সামার হলিডে’। কারও সঙ্গে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।

২৬ মে থেকে ১ জুন পর্যন্ত রাশিয়ার চেবাক্সারিতে বসবে চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ১৬তম আসর। উৎসবে অংশ নিতে ২৪ মে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

রাশিয়া থেকে ফিরে দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন নির্মাতা। আগামী ২১ জুলাই সিনেমাটি দেশে মুক্তি দিতে চান নুরুজ্জামান। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বাংলাদেশের রাজনীতিতে আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের দরকার নেই’, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা মাহফুজ

ঢাবির শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নেবে ভাবতেই পারিনি

১১-১৪ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ

একই আসনে মনোনয়ন চান চেয়ারপারসনের ২ উপদেষ্টা

স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: ধারদেনা করে চল্লিশা করল পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত