Ajker Patrika

মাঝ রাতে মার্কেটে আগুন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ০৫
মাঝ রাতে মার্কেটে আগুন

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় কাকলী শপিং সেন্টারে মাঝ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুটার দিকে মার্কেটের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বিলাল হোসেন।

তিনি জানান, রাত পৌনে দুটার দিকে মার্কেটের ভেতরে ধোঁয়া দেখতে পান নিরাপত্তারক্ষীরা। পরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেবলের মাধ্যমে আগুন ওপরের তলা গুলোয়ও ছড়িয়ে যেতে থাকে। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিস কর্মীদের প্রতিবেদনের বরাত দিয়ে সিনিয়র স্টেশন অফিসার মো. বিলাল হোসেন বলেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্তসাপেক্ষ। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও তদন্তের পর বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে কাকলী শপিং সেন্টারে আগুন লাগার ঘটনায় জিন্দাবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরাও গিয়ে জড়ো হন। তাঁদের অনেকে দোকান থেকে নিজেদের মালামালও সরিয়ে নেন। তবে বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত