Ajker Patrika

টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৪
টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়

ভোলায় শিক্ষার্থীদের করোনার টিকা নিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গতকাল শনিবার সদর উপজেলার দুটি কেন্দ্র শিক্ষা প্রকৌশল ভবন ও শিল্পকলা একাডেমি ভবনে টিকা নিতে শিক্ষার্থীদের সারি ক্রমেই দীর্ঘ হয়। শিক্ষার্থীদের ভিড় সামলাতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক কর্মীসহ পুলিশেরও হিমশিম খেতে হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে টিকাকেন্দ্রে পৌঁছাতে না পারায় অনেক শিক্ষার্থী টিকা পায়নি। তবে সন্ধ্যা পর্যন্ত টিকা দেওয়ার কথা থাকলেও গতকাল শনিবার বেলা ২টায় টিকা দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আগে থেকে না জানানোয় টিকা নিতে এসে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেলা শিক্ষা প্রকৌশল ভবনে টিকাকেন্দ্রে হাজার হাজার ছাত্রীর দীর্ঘ সারি। এই কেন্দ্রে সদর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের টিকা দেওয়া হয়। তবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত টিকা দেওয়ার কথা থাকলেও বেলা ২টার পর কোনো শিক্ষার্থীর টিকা দেওয়া হয়নি। ফলে অনেক শিক্ষার্থী টিকা না নিয়ে বাড়ি চলে যায়।

দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা সদর উপজেলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া বলে, ‘বেলা ২টার দিকে টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। ফলে দ্বিতীয় ডোজ নিতে পারিনি। গত মাসে প্রথম ডোজ টিকা দিয়েছিলাম।’

শহীদ জিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী তিনা আক্তার জানায়, ‘বেলা ২টার পর টিকা নিতে এসেছিলাম। তখন টিকাকেন্দ্র বন্ধ ছিল।’

এ বিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী সুজন দেবনাথ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মো. শান্ত বলেন, ‘সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ২ হাজার ১০ জনকে টিকা দেওয়া হয়। এর আগে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত টিকা দেওয়া হলেও শনিবার বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়।’

জেলা শিল্পকলা একাডেমি ভবনের টিকাকেন্দ্রে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত মোট ১ হাজার ৬২ জন ছাত্রকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ৮৬৪ জনকে প্রথম ডোজ ও ১৯৮ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মী মাসুদ।

এ বিষয়ে ভোলা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সদর উপজেলার দুই টিকাকেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত টিকা দেওয়া হবে। শিল্পকলা একাডেমি টিকাকেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে।’

কিন্তু জেলা শিক্ষা প্রকৌশল ভবনে কেন বেলা ২টায় টিকা দেওয়া বন্ধ করা হয়েছে তা তিনি জানেন না। তিনি বলেন, ‘ভোলা সদর উপজেলায় দুই টিকাকেন্দ্রে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ১০ হাজার শিক্ষার্থীকে।’

গত ১৩ নভেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

তবে শিক্ষার্থীরা জানিয়েছে সদর উপজেলায় টিকাকেন্দ্র আরও বাড়ানো হলে টিকা নিতে ভোগান্তি কমবে।

ভোলায় শিক্ষার্থীদের করোনার টিকা নিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গতকাল শনিবার সদর উপজেলার দুটি কেন্দ্র শিক্ষা প্রকৌশল ভবন ও শিল্পকলা একাডেমি ভবনে টিকা নিতে শিক্ষার্থীদের সারি ক্রমেই দীর্ঘ হয়। শিক্ষার্থীদের ভিড় সামলাতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক কর্মীসহ পুলিশেরও হিমশিম খেতে হচ্ছে।শিবচরে টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

শিবচর প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলায় টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকালে উপজেলার দত্তপাড়ার সূর্যনগর কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়।

শনিবার উপজেলার শিরুয়াইল উচ্চবিদ্যালয়, উৎরাইল উচ্চবিদ্যালয়, উৎরাইল দাখিল মাদ্রাসা ও নিলখীর চরকামার কান্দি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

সরেজমিন দেখা গেছে, টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি ছিল। শিক্ষার্থীরা একযোগে কেন্দ্রে এসে টিকা নিচ্ছে। সারিতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।

উৎরাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম বলেন, ‘বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ভিড় থাকলেও কোনো সমস্যা হয়নি।’

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল আমিন বলেন, ‘সকাল থেকেই শিক্ষার্থীরা শৃঙ্খলভাবে টিকা নিচ্ছে। পুলিশ এ ব্যাপারে শিক্ষার্থীদের সহায়তা করছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘চার দিন ধরে একাধিক কেন্দ্রে উপজেলার শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত