পীরগঞ্জ প্রতিনিধি
যতই নিষেধ করা হোক না কেন, ধান কেটে শুকানোর জন্য গ্রামীণ পাকা রাস্তাগুলো ব্যবহার করেন কৃষকেরা। বিপত্তি তখনই বাধে, ব্যস্ততম সড়কগুলো যখন কেউ কেউ ধান শুকানোর কাজে ব্যবহার করেন। ফলে রিকশা, ভ্যান, অটোরিকশা, বাস ও ট্রাক চলাচল চরমভাবে ব্যাহত হয়, শঙ্কা বাড়ে সড়ক দুর্ঘটনার।
গত কয়েক দিনে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ধান ও খড়ের কারণে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সড়কে ধান ও খড়ের কারণে গত এক সপ্তাহে উপজেলার অন্তত ৩০টি স্থানে দুর্ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের বেশির ভাগই মোটরসাইকেল ও রিকশা-ভ্যান আরোহী। এ ছাড়া সড়কে ধান ও খড় থাকার কারণে হাঁটতে সমস্যায় পড়ছেন পথচারীরাও।
সবশেষ গত বুধবার সড়কে খড়ের কারণে ভ্যান উল্টে প্রাণ হারান উপজেলার চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা শহিদুল (৩২)। শহিদুলের দুই সন্তান।
উপজেলার চৈত্রকোল, বড়দরগাহ্, কুমেদপুর, শানেরহাট, মদনখালী, বড় আলমপুর, রায়পুর, চতরা ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে খড় শুকাতে দিতে দেখা যায়।
কথা হয় গোপালপুর-রংপুর সড়কের বাসচালক রতন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন এই রাস্তায় আমাদের গাড়ি নিয়ে চলাচল করতে হয়। গাড়িভর্তি যাত্রী থাকেন। আমন ও ইরি ধানের সময় এলে এই রাস্তায় খড় ও ধান শুকানোর হিড়িক পড়ে। খড় ও ধান শুকাতে দেওয়ায় যানবাহন নিয়ে চলাচল করতে চরম সমস্যা হচ্ছে।’
ভ্যানচালক বিধান চন্দ্র বলেন, ‘ভ্যানটায় হামার সম্বল, এটা না চলালে প্যাটোত ভাত যায় না।’ রাস্তায় খড় দেখিয়ে তিনি বলেন, তোরায় কওতো! ওসমার (কৃষকদের) এ্যানাও কি বিবেক নাই? গোটা ঘাটাত (রাস্তায়) কত পুরু করি খেড় নাড়ি (শুকাতে) দিছে! পেসেঞ্জার নিয়ে ভ্যান লোডে নেওছেনা। এরা হামার প্যাটোত নাত্তি (লাথি) মারোছে।’
মোটরসাইকেলচালক জাহিদ বলেন, ‘সড়কের প্রায় সব স্থানে ধান ও খড়। রাস্তাগুলোর কোনো কোনো স্থান খানাখন্দে ভরা, তা ছাড়া স্পিড ব্রেকারগুলোও খড়ে ঢেকে থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতে রাস্তার খড়গুলো পিচ্ছিল হয়ে ভয়ংকর রূপ নেয়। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কয়েকবার স্লিপ কেটেছে।’
চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ বলেন, ‘এই খড়ের কারণে মোটরসাইকেলের আরোহীরা প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইউএনও স্যার আমাদের এ বিষয়ে বলেছেন। মানুষকে সচেতন করছি। কিন্তু তাঁরা কথা শোনেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, ‘আমিও রাস্তায় খড় শুকাতে দেখেছি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তাঁদের নিজ নিজ এলাকার সড়কগুলো থেকে খড় বা ধান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক থেকে ধান ও খড় সরানো না হলে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত।’
যতই নিষেধ করা হোক না কেন, ধান কেটে শুকানোর জন্য গ্রামীণ পাকা রাস্তাগুলো ব্যবহার করেন কৃষকেরা। বিপত্তি তখনই বাধে, ব্যস্ততম সড়কগুলো যখন কেউ কেউ ধান শুকানোর কাজে ব্যবহার করেন। ফলে রিকশা, ভ্যান, অটোরিকশা, বাস ও ট্রাক চলাচল চরমভাবে ব্যাহত হয়, শঙ্কা বাড়ে সড়ক দুর্ঘটনার।
গত কয়েক দিনে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ধান ও খড়ের কারণে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সড়কে ধান ও খড়ের কারণে গত এক সপ্তাহে উপজেলার অন্তত ৩০টি স্থানে দুর্ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের বেশির ভাগই মোটরসাইকেল ও রিকশা-ভ্যান আরোহী। এ ছাড়া সড়কে ধান ও খড় থাকার কারণে হাঁটতে সমস্যায় পড়ছেন পথচারীরাও।
সবশেষ গত বুধবার সড়কে খড়ের কারণে ভ্যান উল্টে প্রাণ হারান উপজেলার চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা শহিদুল (৩২)। শহিদুলের দুই সন্তান।
উপজেলার চৈত্রকোল, বড়দরগাহ্, কুমেদপুর, শানেরহাট, মদনখালী, বড় আলমপুর, রায়পুর, চতরা ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে খড় শুকাতে দিতে দেখা যায়।
কথা হয় গোপালপুর-রংপুর সড়কের বাসচালক রতন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন এই রাস্তায় আমাদের গাড়ি নিয়ে চলাচল করতে হয়। গাড়িভর্তি যাত্রী থাকেন। আমন ও ইরি ধানের সময় এলে এই রাস্তায় খড় ও ধান শুকানোর হিড়িক পড়ে। খড় ও ধান শুকাতে দেওয়ায় যানবাহন নিয়ে চলাচল করতে চরম সমস্যা হচ্ছে।’
ভ্যানচালক বিধান চন্দ্র বলেন, ‘ভ্যানটায় হামার সম্বল, এটা না চলালে প্যাটোত ভাত যায় না।’ রাস্তায় খড় দেখিয়ে তিনি বলেন, তোরায় কওতো! ওসমার (কৃষকদের) এ্যানাও কি বিবেক নাই? গোটা ঘাটাত (রাস্তায়) কত পুরু করি খেড় নাড়ি (শুকাতে) দিছে! পেসেঞ্জার নিয়ে ভ্যান লোডে নেওছেনা। এরা হামার প্যাটোত নাত্তি (লাথি) মারোছে।’
মোটরসাইকেলচালক জাহিদ বলেন, ‘সড়কের প্রায় সব স্থানে ধান ও খড়। রাস্তাগুলোর কোনো কোনো স্থান খানাখন্দে ভরা, তা ছাড়া স্পিড ব্রেকারগুলোও খড়ে ঢেকে থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতে রাস্তার খড়গুলো পিচ্ছিল হয়ে ভয়ংকর রূপ নেয়। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কয়েকবার স্লিপ কেটেছে।’
চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ বলেন, ‘এই খড়ের কারণে মোটরসাইকেলের আরোহীরা প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইউএনও স্যার আমাদের এ বিষয়ে বলেছেন। মানুষকে সচেতন করছি। কিন্তু তাঁরা কথা শোনেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, ‘আমিও রাস্তায় খড় শুকাতে দেখেছি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তাঁদের নিজ নিজ এলাকার সড়কগুলো থেকে খড় বা ধান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক থেকে ধান ও খড় সরানো না হলে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫