পঞ্চগড় প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় পঞ্চগড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি-কাশি ও পেটের পীড়ায় তারা বেশি আক্রান্ত হচ্ছে। জেলার আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন দেড় শ শিশুরোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। এ জন্য হাসপাতালে বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, গুমোট আবহাওয়ায় শিশুদের পাশাপাশি বয়স্করা যাতে বাড়ি থেকে বের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুদের সুরক্ষিত রাখতে মায়েদের পরামর্শ দেওয়া হচ্ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে ডায়রিয়াসহ পেটের বিভিন্ন পীড়ায় আক্রান্ত শিশুরোগীর সংখ্যা ছিল ২৫-৩০ জন। কিন্তু এখন প্রতিদিন গড়ে দেড় শ রোগী বহির্বিভাগে দেখা হচ্ছে।
পঞ্চগড়ের ইসলামবাগ গ্রামের গৃহিণী রাবেয়া খাতুন জানান, তাঁর আড়াই বছরের ছেলে দুই সপ্তাহ ধরে সর্দি-কাশিতে ভুগছে, স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হয়নি। তাই ছেলেটিকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন।
বোদা উপজেলার পাঁচপীর এলাকার আতাউর রহমান জানান, চার দিন ধরে তাঁর এক বছরের ছেলে কোনো খাবার খাচ্ছে না, সারাক্ষণ কান্নাকাটি করছে। ঠাকুরগাঁওয়ে গিয়ে শিশুচিকিৎসক দেখিয়ে চিকিৎসা করিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘গরম-ঠান্ডা আবহাওয়ায় শিশুরা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন দেড় শতাধিক শিশুকে হাসপাতালের বহির্বিভাগে দেখতে হচ্ছে।
পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে শিশুদের খাবার পরিবেশনসহ সহনীয় তাপমাত্রায় তাদের সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শাহানেওয়াজ বলেন, ‘দুই সপ্তাহ ধরে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত শিশুরোগী আনা হচ্ছে। যারা গুরুতরভাবে আক্রান্ত, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আবহাওয়ার তারতম্যসহ শিশুদের বাসি ও ঠান্ডা খাবার খাওয়ানোর কারণে এসব রোগবালাই দেখা দিয়েছে।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন মো. রফিকুল হাসান বলেন, ‘মা ও শিশুদের চিকিৎসা নিবিড়ভাবে করার জন্য হাসপাতালে বিশেষ ইউনিট চালু রাখা হয়েছে, স্যালাইনসহ সরকারিভাবে শিশুদের সব ধরনের চিকিৎসা সুবিধা পর্যাপ্ত রয়েছে।’
জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শেখ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুমি বায়ুর চাপ কম থাকায় আকাশে বেশি মেঘের কারণে গুমোট আবহাওয়া বিরাজ করছে। পরিমিত বৃষ্টিপাত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে।’
বৈরী আবহাওয়ায় পঞ্চগড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি-কাশি ও পেটের পীড়ায় তারা বেশি আক্রান্ত হচ্ছে। জেলার আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন দেড় শ শিশুরোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। এ জন্য হাসপাতালে বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, গুমোট আবহাওয়ায় শিশুদের পাশাপাশি বয়স্করা যাতে বাড়ি থেকে বের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুদের সুরক্ষিত রাখতে মায়েদের পরামর্শ দেওয়া হচ্ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে ডায়রিয়াসহ পেটের বিভিন্ন পীড়ায় আক্রান্ত শিশুরোগীর সংখ্যা ছিল ২৫-৩০ জন। কিন্তু এখন প্রতিদিন গড়ে দেড় শ রোগী বহির্বিভাগে দেখা হচ্ছে।
পঞ্চগড়ের ইসলামবাগ গ্রামের গৃহিণী রাবেয়া খাতুন জানান, তাঁর আড়াই বছরের ছেলে দুই সপ্তাহ ধরে সর্দি-কাশিতে ভুগছে, স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হয়নি। তাই ছেলেটিকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন।
বোদা উপজেলার পাঁচপীর এলাকার আতাউর রহমান জানান, চার দিন ধরে তাঁর এক বছরের ছেলে কোনো খাবার খাচ্ছে না, সারাক্ষণ কান্নাকাটি করছে। ঠাকুরগাঁওয়ে গিয়ে শিশুচিকিৎসক দেখিয়ে চিকিৎসা করিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘গরম-ঠান্ডা আবহাওয়ায় শিশুরা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন দেড় শতাধিক শিশুকে হাসপাতালের বহির্বিভাগে দেখতে হচ্ছে।
পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে শিশুদের খাবার পরিবেশনসহ সহনীয় তাপমাত্রায় তাদের সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শাহানেওয়াজ বলেন, ‘দুই সপ্তাহ ধরে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত শিশুরোগী আনা হচ্ছে। যারা গুরুতরভাবে আক্রান্ত, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আবহাওয়ার তারতম্যসহ শিশুদের বাসি ও ঠান্ডা খাবার খাওয়ানোর কারণে এসব রোগবালাই দেখা দিয়েছে।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন মো. রফিকুল হাসান বলেন, ‘মা ও শিশুদের চিকিৎসা নিবিড়ভাবে করার জন্য হাসপাতালে বিশেষ ইউনিট চালু রাখা হয়েছে, স্যালাইনসহ সরকারিভাবে শিশুদের সব ধরনের চিকিৎসা সুবিধা পর্যাপ্ত রয়েছে।’
জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শেখ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুমি বায়ুর চাপ কম থাকায় আকাশে বেশি মেঘের কারণে গুমোট আবহাওয়া বিরাজ করছে। পরিমিত বৃষ্টিপাত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫