Ajker Patrika

প্রেমের টানে সাঁতরে নদী পার সঞ্জনার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রেমের টানে সাঁতরে নদী পার সঞ্জনার

সীমান্তবর্তী মাথাভাঙা নদীতে গোসল করতে গিয়ে পরিচয় থেকে প্রেম সঞ্জনা ও লাভলুর। একজনের বাড়ি ভারতে, আরেকজনের বাংলাদেশে। কিন্তু সীমান্তের কাঁটাতার তাঁদের রুখতে পারেনি। সাঁতরে নদী পেরিয়ে আসা সঞ্জনা তাঁদের প্রণয়কে পরিণতি দিয়েছেন বিয়েতে।

সঞ্জনা ভারতের নদীয়া জেলার চর মেঘনার মেয়ে। লাভলুর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জামালপুরে। সঞ্জনা একদিন স্কুল ফাঁকি দিয়ে নদী পার হয়ে লাভলুর বাড়িতে হাজির হন। এরপর তৈরি হয় আইনি জটিলতা। পরে আদালতের মাধ্যমে দুজনে বিয়ে করেন। তাঁরা এখন দুই সন্তানের মা-বাবা।

সঞ্জনা জানান, নদীর ঘাটে তাঁদের প্রেমের সম্পর্ক হয়। পরে একদিন বন্যার সময় ভরা নদী সাঁতরে চলে আসেন লাভলুর বাড়িতে। পরে আইনি ও ধর্মীয় সব জটিলতা সামলে বিয়ের পর সুখে সংসার করছেন তিনি।

লাভলুর বাবা ইদ্রিস আলী বলেন, ‘সব বাধা পেরিয়ে ছেলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। আমি সঞ্জনাকে নিজের মেয়ের মতো করেই দেখি। ভালোভাবে তাঁরা সংসার করছে এবং ভালো আছে।’

এ বিষয়ে কথা হলে স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামন মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘শুরুতে আইনি জটিলতা ছিল, পরে তা ঠিক হয়েছে। তাঁরা এখন সুখে ঘরসংসার করছেন। তাঁদের বিপদ-আপদে সব সময় পাশে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত