Ajker Patrika

সূর্য হেললেই ভিড় মানুষের মুখরিত ভাঙ্গা ইন্টারসেকশন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ১৯
সূর্য হেললেই ভিড় মানুষের মুখরিত ভাঙ্গা ইন্টারসেকশন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে) ভাঙ্গা ইন্টারসেকশন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। সারা দেশ থেকে পদ্মা সেতু দেখতে আসা পর্যটকেরা সেতু পার হয়ে ভাঙ্গায় এসে ভিড় করছেন। এতে জায়গাটি যেমন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, সূর্যের আলো পশ্চিমে হেলতে শুরু করলে প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা বাসে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা ভাঙ্গা ইন্টারসেকশনে এসে ভিড় করছেন। সন্ধ্যা নামতেই ইন্টারসেকশনের চারটি বড় ফ্লাড লাইটের আলো ও সড়ক বাতিগুলোর আলোয় স্থানটি পূর্ণিমা রাতের মতো আলোকিত হয়। ইন্টারসেকশনের ফ্লাইওভারের চারপাশের ঢালগুলোতে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধনকারী ফুল ও পাতাবাহার গাছ।

অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় ভাঙ্গা থেকে ঢাকায় যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে।

ভাঙ্গা বিশ্বরোড মোড়ের চারপাশের দোকানগুলো এবং দক্ষিণপাড় বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দোকানের বিক্রি তিন-চার গুণ বেড়েছে। ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডের চা-দোকানি আরিফ মোল্লা বলেন, ‘আগের তুলনায় তিন থেকে চার গুণ বিক্রি বেড়েছে।’

ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক সাংবাদিক অজয় দাস বলেন, ‘ভাঙ্গা ইন্টারসেকশন ফ্লাইওভারের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাতায়াতকারী গাড়িগুলো দ্রুতগতিতে চলাচল করে। ঘুরতে আসা ভ্রমণপিয়াসীরা এই ফ্লাইওভারের ওপর অবস্থান করেন। অনেকে আবার তাঁদের গাড়িগুলো ফ্লাইওভার ও লিংক রোডে রাখেন। ইন্টারসেকশনে অবাধ চলাচল নিয়ন্ত্রণ না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ রেজা বলেন, ‘পদ্মা সেতু ঢাকার সঙ্গে আমাদের মিলন ঘটিয়েছে। ঢাকা এখন সাভার কিংবা নারায়ণগঞ্জের মতো উপশহরে পরিণত হতে যাচ্ছে। প্রতিদিন পদ্মা সেতু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গার ইন্টারসেকশন মোড় দেখতে ভাঙ্গায় আসছে মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত