Ajker Patrika

আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিনে দোয়া ও মিলাদ

বরিশাল ও আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ৪৫
আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিনে দোয়া ও মিলাদ

আগৈলঝাড়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর ৭৭তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে আসেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আবুল হাসানাত আবদুল্লাহর কর্মময় জীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ অন্যরা।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে নগরে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে আওয়ামী লীগ। শুক্রবার বাদ আসর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়ার মাধ্যমে তার ৭৭ তম জন্মদিন পালন করেন নেতারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুর রহমান বেগ।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত