Ajker Patrika

বিবাহের ছয় মাসের মাথায় বিষপানে গৃহবধূর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ১৮
বিবাহের ছয় মাসের মাথায় বিষপানে গৃহবধূর মৃত্যু

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ভূঁইয়া বাড়ি এলাকায় বিয়ের ছয় মাসের মাথায় বিষপানে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনদের দাবি, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির গৃহবধূর ওপর নির্যাতন করতেন।

নিহত গৃহবধূর নাম তামান্না আক্তার কনা (২১)। তিনি লাকসামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের স্বজনেরা জানান, ছয় মাস আগে মনোহরগঞ্জের নাথেরপেটুয়ার অহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে তামান্না আক্তার কনার বিয়ে হয়। স্বামী পেশায় রাজমিস্ত্রি।

গত সপ্তাহে স্বামী বিদেশ যাওয়ার কথা বলে তামান্নাকে বাপের বাড়ির থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হয়। তামান্না দাবির কথা তাঁর হতদরিদ্র মা-বাবাকে জানান। মা-বাবা ঋণ করে টাকা দেওয়ার আশ্বাস দেন।

গত দুদিন আগে স্বামীকে নিয়ে তামান্না বাবার বাড়িতে গেলে ২০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা গত রোববার দেওয়ার আশ্বাস দিলে স্বামী তামান্নাকে নিয়ে ফিরে যান। পরে গত রোববার টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তামান্নার কথা-কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করেছে বলে জানায় স্বামীর পরিবার। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তামান্না মারা যান।

নিহত গৃহবধূর বড় ভাই সজীব বলেন, ‘বিয়ের পর থেকেই তামান্নাকে স্বামী অত্যাচার করতেন।’

মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, ‘নিহতের বড় ভাই সজীব বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত