Ajker Patrika

এবারও হচ্ছে না মাছের মেলা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ১০
এবারও হচ্ছে না মাছের মেলা

মৌলভীবাজারের কুশিয়ারা নদীর তীরের শতবর্ষী মাছের মেলা এবারও হচ্ছে না। সদর উপজেলার শেরপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা সরকারি বিধিনিষেধের কারণে বন্ধ রাখা হয়।

গতকাল বুধবার থেকে ঐতিহ্যবাহী এ মেলা শুরু হওয়ার তথ্য জানা যায়। তবে করোনার নতুন ধরন ওমিক্রন ও সরকারি বিধিনিষেধের ফলে জেলা প্রশাসন থেকে উন্মুক্ত স্থানের এ মেলা বন্ধের ঘোষণা করা হয়।

উন্মুক্ত স্থানের এই মেলায় প্রতি বছর লাখো মানুষের সমাগম ঘটে। সংক্রমণ বাড়ার শঙ্কায় এবং ওমিক্রনের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া তথ্য জানান জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছর ধরে কুশিয়ারা নদীর তীরে শেরপুর বাজারের দক্ষিণ মাঠে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মাছের এ মেলা হয়। করোনাভাইরাসের কারণে গত বছরও মাছের মেলার আয়োজন জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়। এ বছর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশ এ মেলা বন্ধ ঘোষণা করা হয়।

সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজন আহমেদ বলেন, ‘মাছের এ মেলায় সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। এতে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে। এলাকাবাসীর সুরক্ষায় ও সরকারি নির্দেশনা মেনে মেলা আয়োজন বন্ধ রাখা হয়েছে।’

এদিকে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মেলা আয়োজনের তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত শেরপুরের মাছের মেলার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে টেন্ডার আহ্বান করা হয়। এক দিনের এ মেলার ইজারা মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা হয়ে থাকে। এ বছর টেন্ডার আহ্বান করেনি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ওমিক্রন প্রতিরোধে ১৩ জানুয়ারি থেকে সভা-সমাবেশ, খোলা মাঠে জনসমাগম বন্ধসহ বিভিন্ন পর্যায়ে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মেলার আয়োজন করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত