Ajker Patrika

মাঠ-শ্রেণিকক্ষে বন্যার পানি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২২, ১৫: ৫৩
মাঠ-শ্রেণিকক্ষে বন্যার পানি

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ওঠায় জেলার পাঁচ উপজেলার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে ৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার পানি বিপৎসীমা অতিক্রম করায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ডুবে গেছে। এর মধ্যে ছয়টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল জানান, পানি নেমে গেলে দ্রুত প্রতিষ্ঠানগুলো পরিষ্কার করে পাঠদান শুরু করা হবে।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৮ হাজার ৪৫৩ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ৪০ হাজার ৮১২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

১৮৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে শুধু সদর উপজেলায় ২৭টি আশ্রয়কেন্দ্রে ৫০ জন নারী-পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত মানুষের জন্য ২৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ পর্যন্ত জেলা সদরের আটটি ইউনিয়ন, কাজীপুরের নয়টি, শাহজাদপুরের ১০টি, বেলকুচির চারটি, চৌহালী উপজেলার সাতটি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামা জানান, জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৮ হাজার ৪০০ পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যাকবলিতদের মধ্যে ১৪০ মেট্রিক টন চাল, ৬ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার স্ব-স্ব উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া মজুত রয়েছে ৭৭১ মেট্রিক টন চাল ও ১৪ লাখ টাকা। সেই সঙ্গে বিশেষ বরাদ্দের জন্য ১০ হাজার প্যাকেট শুকনো খাবার ও ১ হাজার বান্ডেল ঢেউটিন বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে ৯ হাজার ১০৬ হেক্টর জমির রোপা আমন, পাট, তিল, মরিচ, বাদাম, বোনা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।

এদিকে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) কাজীপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহাম্মদ বলেন, বন্যার্ত মানুষের জন্য ইতিমধ্যে ১৪০ মেট্রিক টন চাল, ৬ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৯ মিটার, যা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে বাঙ্গালী নদীর পানি স্থিতিশীল রয়েছে। গতকাল বেলা ৩টায় বাঙ্গালী নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৯১ মিটার, যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যায় পাঠদান বন্ধ হয়ে যাওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮০ জন। মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে পানি যেহেতু কমছে; তাই পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাঠদান শুরু করা হবে।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা ৪ হাজার ৬৯০ জন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির আজকের পত্রিকাকে জানান, বিদ্যালয়গুলোর আশেপাশে উঁচু স্থানে তাঁরা কয়েক দিন পাঠদান করেছেন। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাঠদান স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত