Ajker Patrika

দেশসেরা কনটেন্ট নির্মাতা বাগেরহাটের হোসনেয়ারা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২: ০৫
দেশসেরা কনটেন্ট নির্মাতা বাগেরহাটের হোসনেয়ারা

শিক্ষক বাতায়নের দেশসেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। সম্প্রতি শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তাঁর ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে ২০১৯ সালের ২০ জুলাই হোসনেয়ারা খাতুনকে জেলা মাধ্যমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষক বাতায়ন। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯-এ শ্রেষ্ঠ শিক্ষকও মনোনীত হয়েছিলেন তিনি।

শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, সারা দেশের শিক্ষকদের ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়েছিল। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩ টি। এতে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতিস্বরূপ হোসনেয়ারা খাতুন দেশ সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।

হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্ত পাঠের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। তিনি এই মাধ্যমটি কাজে লাগিয়ে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও তাঁর এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তাঁর ছবি শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে, যা তাঁর চাকরি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ছাড়া জেলা অ্যাম্বাসেডর হয়ে আইসিটিতে নিজ জেলাকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সেরা কনটেন্ট নির্মাতার এই স্বীকৃতি তাঁর কাজের আনন্দকে অনেক গুন বাড়িয়ে দিয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, হোসনেয়ারা খাতুন একজন পরিশ্রমী শিক্ষক। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষক বাতায়নে ডিজিটাল কনটেন্টে নির্মাণ করে তিনি যে দেশসেরা হয়েছেন, এ জন্য বাগেরহাট মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাঁকে শুভকামনা জানান তিনি। এ ছাড়া অন্য শিক্ষকদেরও ডিজিটাল কনটেন্ট নির্মাণে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

হোসনেয়ারা খাতুন ২০০৫ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। বিদ্যালয়ে উদ্দীপনা সম্মাননা স্মারক, বিটিটি কোর্স ফলোআপে মাস্টার ট্রেইনার, ICT4E Ambassador সম্মাননাসহ বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এ ছাড়া তিনি যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাস্টার ট্রেইনার ও যশোর বোর্ডের প্রধান পরীক্ষক (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত