Ajker Patrika

আজ মুক্তি পাচ্ছে ‘হাই অন লাইফ’

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৯: ০২
আজ মুক্তি পাচ্ছে ‘হাই অন লাইফ’

আজ রাত ৯টায় ওটিটি প্ল্যাটফর্ম ‘ঝাক্কাস’-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’। অ্যাডভেঞ্চার, ক্রাইম, রোমান্স, থ্রিলার—সবই আছে এই সিরিজে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন। আরিফ এ আহনাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, তানভীর হুরাইরা, ওয়াহিদা হুসেইন, আবীর মির্জা, আসিফ খান, রাশেদ মামুন অপু, জয়শ্রী কর জয়া, মোমেনা চৌধুরী, করভী মিজান রিভি, মাসুম বাশার প্রমুখ। সিরিজটির প্রথম সিজনের ছয় পর্ব মুক্তি পাচ্ছে আজ। ঢাকার পাশাপাশি শুটিং হয়েছে বান্দরবানের রিমাক্রি, তিন্দি ও দেবতাখুমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত