Ajker Patrika

নৌকা প্রতীকে আগুন বিক্ষোভ সমর্থকদের

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৩৮
নৌকা প্রতীকে আগুন বিক্ষোভ সমর্থকদের

মাদারীপুরের রাজৈর উপজেলায় নির্বাচনী অফিসের সামনে তৈরি করা নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন নৌকা প্রার্থীর সমর্থকেরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের উপনির্বাচনের রাজৈর পৌরসভার স্লুইসগেট এলাকায় নির্বাচনী অফিসের সামনে পেট্রল বোমা মেরে তৈরি নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নৌকা পুড়িয়ে দেওয়ায় উত্তেজিত জনতার টেকেরহাট এলাকায় খুলনা সড়ক অবরোধ করেন। অবরোধ শেষে নৌকার প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর কর্মী-সমর্থকেরা টেকেরহাটে বিক্ষোভ মিছিল করেন। মিছিল টেকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

রাজৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির বলেন, ‘২৭ তারিখ উপজেলা পরিষদের উপনির্বাচন। নির্বাচনে নৌকার সমর্থিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন। এখানে নৌকার সমর্থকে বেশি। আমাদের বিজয় সুনিশ্চিত দেখে আনারস মার্কার প্রার্থীর কর্মীরা গতকাল ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা গভীর রাতে নৌকায় পেট্রল বোমা মেরে পুড়িয়ে দিয়েছেন।’

রাজৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজওয়ানুল হক রেজন বলেন, ‘নৌকা পুড়িয়ে দেওয়ায় নৌকার প্রেমীরা খুবই কষ্ট পেয়েছেন। নির্বাচনের এই সময়ে নৌকায় পুড়িয়ে দেওয়ায় খুলনা-টেকেরহাট সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যারা এমন কাজ করেছেন তাদের আইনের আওতায় আনা হোক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা সবকিছু শুনে গেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক বলেন, ‘ঘটনাটা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত