Ajker Patrika

অনুদানের সিনেমায় নীলা

অনুদানের সিনেমায় নীলা

বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’-এর মাধ্যমে প্রথমবার সিনেমায় আসেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। বছর পাঁচেক পর আবারও তিনি সিনেমার শুটিং করলেন। নাম ‘শ্যামা কাব্য’। প্রথমটির মতো এটিও সরকারি অনুদানের কাজ, নির্মাতাও একই। নীলা জানালেন, এ সিনেমায় তাঁর সহশিল্পী সোহেল মণ্ডল। এরই মধ্যে শ্যামা কাব্যর শুটিং ও ডাবিং শেষ করেছেন তাঁরা।

নীলাঞ্জনা নীলা বলেন, ‘একেবারেই অন্য রকম একটি চরিত্রে কাজ করলাম। জমিদার বংশের মেয়ের চরিত্র। অনেক কম কথা বলে মেয়েটি। তবে যা বলে বুঝে-শুনে। শুটিংয়ের সময় চরিত্রটির মায়ায় পড়ে গিয়েছিলাম। সব মিলে কাজটি করে আমার বেশ ভালো লেগেছে।’ সম্পাদনার কাজ শেষে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানালেন নীলা।

নীলাঞ্জনা নীলাটিভি নাটকেও নিয়মিত দেখা যায় নীলাকে। তবে ‘শ্যামা কাব্য’র জন্য ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সিনেমা শেষ, তাই আবারও ব্যস্ত হয়ে পড়েছেন নাটকে। সম্প্রতি বি ইউ শুভর পরিচালনায় ‘বেঁচে থাকুক ভালোবাসা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।এতে তাঁর নায়ক অপূর্ব। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘স্কুল ড্রেস’ নাটকেও দেখা যাবে নীলাকে। এ ছাড়া আরটিভিতে প্রচারিত হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক ‘ঝড়ের পাখি’। মাহমুদ হাসান রানার পরিচালনায় এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন নীলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত