Ajker Patrika

প্রধান আসামির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ২৮
প্রধান আসামির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শফিক মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী গতকাল রোববার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।

শফিক মিয়া (৪০) এক সময় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকার বাসিন্দা।

মানববন্ধন চলাকালে আজিজের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকার সময় রেহেনা বেগম নামের আরেক ভাড়াটিয়ার মেয়ের সঙ্গে শফিকের ঘনিষ্ঠতা হয়। বিষয়টি জানাজানি হলে তাঁকে বাড়ি থেকে বের করে দেন আজিজ। এতে ক্ষুব্ধ হয়ে হয়ে শফিক ও রেহেনা মিলে আজিজকে হত্যার পরিকল্পনা করেন। এরপর গত ২৯ নভেম্বর রাতে কৌশলে আজিজের শয়নকক্ষের খাটের নিচে অবস্থান নেন শফিক। রাত ১২টার দিকে আজিজকে ছুরিকাঘাত করেন তিনি। এ সময় শফিককে ঝাপটে ধরে আজিজ চিৎকার শুরু করেন। এ সময় আজিজের ছেলে-মেয়েরা এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান শফিক। কিন্তু তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও গেঞ্জি ফেলে যান। এ ঘটনার সময় রেহেনাকে ঘরের বাইরে অবস্থান করতে দেখা যায়।

এদিকে গুরুতর আহত আজিজকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর আজিজের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর জামাতা মো. জাকির হোসেন বাদী হয়ে রেহেনা ও শফিকের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। কিন্তু এত দিনেও আসামি শফিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আসামি রেহেনাকে গ্রেপ্তার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আজিজ হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেন। অপর আসামি শফিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত