Ajker Patrika

আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ০৮
আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলার বিজয়নগর থানার সামনে এই মানববন্ধন হয়। স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নীঘাট উত্তর পাড়া এলাকার রফিকুল ইসলাম ফারুক ওই গ্রহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৩ অক্টোবর রাতে রফিকুল ইসলাম ফারুক ও শফিক মিয়া তাঁর ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ ধর্ষণ চেষ্টার অভিযোগ জানান। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে মামলাটি আদালত থেকে তুলে নিতে রফিকুল ইসলাম ফারুক, শফিক মিয়া ও তাঁদের লোকজন ভুক্তভোগী ও তাঁর পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ও মামলার বাদী জানান, ‘এই ঘটনায় মামলা করে এখন চরম বিপদে আছি। মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে তারা।’ এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।

তবে অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম ফারুকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত