Ajker Patrika

আসছে মৌ অভিনীত ‘সিক্স’

আসছে মৌ অভিনীত ‘সিক্স’

বলিউডের সুপরিচিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইরোস নাও’। একই নামে প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে। হিন্দির পাশাপাশি ‘ইরোস নাও মারাঠি’, ‘ইরোস নাও সাউথ’ চালু করেছে তারা। এবার বাংলাদেশেও পথচলা শুরু হচ্ছে প্রতিষ্ঠানটির। ইরোস নাও বাংলার প্রথম কনটেন্ট হিসেবে মুক্তি পাচ্ছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত সিরিজ ‘সিক্স’।

ফেসবুকে ‘ইরোস নাও বাংলাদেশ’ নামে একটি ভেরিফায়েড পেজ আছে। সেখান থেকেই জানা গেল বাংলাদেশেও কনটেন্ট তৈরি করতে শুরু করেছে তারা। পেজটিতে প্রকাশ পেয়েছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম কনটেন্ট ওয়েব সিরিজ ‘সিক্স’-এর টিজার। তানিম পারভেজ পরিচালিত ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মণ্ডল, ইয়াশ রোহানসহ অনেকে। ইরোস নাও বাংলাদেশের হয়ে কাজ করছে এলবিসি মিডিয়া। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুজয় কে. শর্মা জানান, আজ সিরিজটির ট্রেলার প্রকাশ পাবে। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটি। প্রথম থেকেই এটি বাংলা ও হিন্দি ভাষায় দেখতে পাবেন দেশ-বিদেশের দর্শকেরা। আগ্রহীরা ইরোস নাও বাংলা অ্যাপ নামিয়ে সাবস্ক্র্যাইব করে কনটেন্টটি দেখতে পারবেন। তিনি বলেন, ‘দেড় বছর সময় নিয়ে সিরিজটি নির্মাণ করেছি। সামনে আরও কাজ করব। আগে দেখতে চাই এ সিরিজটা কেমন যায়, দর্শক সাড়া কেমন পাই।’

পরিচালক তানিম পারভেজ বলেন, ‘অনেক যত্ন নিয়ে সিরিজটি করেছি। ইরোসের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো। তারা বেশ পেশাদার। তবে এসব ক্ষেত্রে প্রচারণা বড় ব্যাপার। দর্শকের কাছে পৌঁছাতে না পারলে কনটেন্ট যত ভালোই হোক লাভ নেই। আমি আশা করছি, শিগগিরই ইরোসের বাংলাদেশের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করবেন এবং ঘটা করে ইরোসের যাত্রার কথা দর্শকদের বলবেন।’

ওয়েব ফিল্মটি নিয়ে মৌ বলেন, ‘আমার পুরো প্রজেক্টের আইডিয়া খুব ভালো লেগেছে। ওয়েবের ধরন আর নির্মাণশৈলীও বেশ ভিন্ন, তাই আশা করছি নতুন কিছু দেখতে পাবেন দর্শক। যুগের চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই আমাদের পথ চলতে হয়। ওটিটি বিনোদনের নতুন একটি মাধ্যম। এই মাধ্যম আরও জনপ্রিয় হবে। তাই এখানে ভালো কাজের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে কাজটি করেছি দর্শকেরা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত