Ajker Patrika

ধনাঢ্য আর সচ্ছলরা পাচ্ছেন গরিবের ঘর!

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
ধনাঢ্য আর সচ্ছলরা পাচ্ছেন গরিবের ঘর!

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে টিআর-কাবিখা কর্মসূচির ঘর স্থানীয় এক ধনাঢ্য ব্যক্তি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস নিজের গ্রামে সচ্ছলদের সাতটি ঘর দিয়েছেন বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা চলছে। ঘর পাওয়া ওই ধনাঢ্য ব্যক্তির নাম বাসুদেব মণ্ডল। তাঁর বাড়ি ইউনিয়নের ৩ নম্বর কচুবাড়িয়া ওয়ার্ডের ইন্দুরবাড়িয়া গ্রামে। স্থানীয় চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি ঘরটি পেয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

অনেকে অভিযোগ করে বলেন, ‘যারা সরকারি এসব ঘর পাওয়ার যোগ্য, তাঁদের না দিয়ে বরং সচ্ছল ব্যক্তিদের দেওয়া হয়েছে। যার আছে সেই পাচ্ছে, যার নেই সে পায় না। আমরা গরিব মানুষ, টাকা দিতি পারিনি, তাই ঘরও পাইনি।’ এমন অভিযোগের ভিত্তিতে আমলসার ইউনিয়নের ৩ নম্বর কচুবাড়িয়া ওয়ার্ডের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘর ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস তাঁর নিজ গ্রাম ও ওয়ার্ডের সচ্ছল ব্যক্তিদের দিয়েছেন। তিনি নিজের গ্রাম রাকসাকান্দিতেই বিভিন্ন সময়ে নিয়েছেন সাতটি সরকারি ঘর। যার পাঁচটিই রাকসাকান্দির মাঝিপাড়ায়।

এ ছাড়া ইন্দুরবাড়িয়ায় ছয়টি, কচুবাড়িয়ায় পাঁচটি, বিলসুনাইয়ে একটি ও চরপাড়ায় একটি ঘর পেয়েছেন ধনীরা। এ ছাড়া প্রতিটি ঘরের গরিবদের কাছ থেকে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। বাসুদেব মণ্ডল বালু ব্যবসায়ী ও ধনাঢ্য। নিজস্ব একটি হ্যারো গাড়ি, দুটি হেক্সামিটার, ১০ বিঘা জমি ও বাড়িঘর থাকা সত্ত্বেও তিনি সরকারি ঘর কীভাবে পান—এমন প্রশ্ন এখন সবার মনে।

এ বিষয়ে বাসুদেব মণ্ডল বলেন, ‘আমি ঘর পাওয়ার যোগ্য কি না, জানি না। চেয়ারম্যান আমাকে দিয়েছেন, তাই পেয়েছি।’ এ বিষয়ে কচুবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোন্তাজ শেখ বলেন, ‘ঘরের বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমি এ ওয়ার্ডের মেম্বার হলেও চেয়ারম্যানের গ্রাম ও ওয়ার্ড হওয়ায় আমার কোনো কর্তৃত্ব নেই।’ 
এ বিষয়ে আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস সাংবাদিকদের ওপর চড়াও হয়ে বলেন, ‘সরকার ঘর দিয়েছে। আমার ইউনিয়নে আমি কাকে ঘর দেব, সেটা আমার ব্যাপার। তাতে সাংবাদিকদের সমস্যা কী? আপনাদের কি সরকার তথ্য নেওয়ার জন্য পাঠিয়েছে? আপনাদের এসব দেখার অধিকার কে দিয়েছে?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত