Ajker Patrika

বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০০
বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট না দেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাতে বিজয়ী ইউপি সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা। উপজেলা প্রেসক্লাবের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী সম্পা রানী দাশের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় এ হামলা চালায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া এলাকার সমর দাশ লিখিত বক্তব্যে বলেন, ‘ভোট না দেওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন মালেকা বেগম।’

তিনি বলেন, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে তাঁর আত্মীয় সম্পারাণী দাশের পক্ষে নির্বাচনে কাজ করায় মালেকা বেগম ও তার স্বামী নানু মিয়া তাঁদের হুমকি দিয়ে আসছেন। কিছুদিন আগে তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ মালেকা বেগম তাঁকে অকথ্য ভাষায় গালি দেন। এ সময় তাঁর শার্টের কলার চেপে ধরেন এবং মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিধান দাশ জানান, মালেক বেগম সমর দাশকে মারধর করেন। এ সময় তাঁরা সমরকে উদ্ধার করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপির সদস্য মালেকা বেগম বলেন, ‘আমি তাঁদের নির্যাতন করিনি। আমার নামে মিথ্যা কথা বলছে। বরং তারাই আমাকে বলে প্রশাসনকে টাকা খাইয়ে আমি ভোটে নির্বাচিত হয়েছি।’

সংবাদ সম্মেলনে ছিলেন সম্পা রানী দাশ, প্রাণকৃষ্ণ ভট্রাচার্য, শ্রী কৃষ্ণ দাশ, দীপক চন্দ্র দাশ, অমর দাশ, উষা রানী দাশ, মধু দাশ, শান্তি রানী দাশ, অঞ্জনা রানী দাশ, সুমি রায়, নিয়তি দাশ, রিতা দাশ, অজিত দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত