Ajker Patrika

টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
টাকা আত্মসাতের মামলায়  ব্যাংক কর্মকর্তা কারাগারে

ঠাকুরগাঁওয়ে অগ্রণী ব্যাংক থেকে এক গ্রাহকের ৭ লাখ টাকা আত্মসাতের মামলায় আতাউর রহমান নামের এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত মঙ্গলবার আতাউর রহমান ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে এলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পৌর শহরের ঘোষপাড়ার অগ্রণী ব্যাংকের গ্রাহক আ. আজিজ এই মামলাটি দায়ের করেছিলেন।

মামলা থেকে জানা গেছে, আ. আজিজ ২০১৩ সালের ২৬ ডিসেম্বর অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও শাখায় ঋণের আবেদন করেন। তৎকালীন ব্যাংকের ম্যানেজার আতাউর রহমান তাঁর কাছ থেকে একটি সঞ্চয়ী ও একটি চলতি হিসাবের খালি ২টি চেকের পাতা গ্রহণ করেন। পরবর্তীতে লোন পাশ হয়ে গেলে কৌশলে ওই চেকের ২ পাতা দিয়ে পৃথকভাবে মোট ৭ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আতাউর রহমানসহ কয়েকজন কর্মকর্তা।

আত্মসাতের বিষয়টি জানতে পেরে আ. আজিজ বারবার হিসাব দুটির স্টেটমেন্ট চাইলে তা দিতে টালবাহানা করেন ওই কর্মকর্তারা। কোনো উপায় না পেয়ে আ. আজিজ তৎকালীন ব্যাংকের এজিএম সহিদুল ইসলাম, সাবেক অ্যাডভান্স অফিসার সহিদুর রহমান, সাবেক ম্যানেজার সাইফুল ইসলাম, তৎকালীন ম্যানেজার আতাউর রহমান, পোস্টিং অফিসার আ. ওহাব, পেমেন্ট অফিসার মো. ইলিয়াস আলী ও সাবেক অ্যাডভান্স অফিসার আইয়ুব আলী চৌধুরীকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেছিলেন।

পরবর্তীতে অধিকতর তদন্তের স্বার্থে দিনাজপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে প্রতিবেদন দেয় পিবিআই। এদের মধ্যে সহিদুল ইসলাম, সহিদুর রহমান, সাইফুল ইসলাম জামিনে রয়েছেন। আ. ওহাব, ইলিয়াস আলী পলাতক রয়েছেন ও আইয়ুব আলী চৌধুরী মৃত্যুবরণ করেন এবং আতাউর রহমান কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত