Ajker Patrika

জাহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৯
জাহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে স্থানীয়রা।

পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায়। সেখানে ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল তাঁদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভের সময় কথা হয় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলমরের সঙ্গে। তিনি বলেন, ‘হত্যাকারীর দ্রুত বিচারের দাবিতে এই কর্মসূচি। আর যেন কোনো ভাইয়ের প্রাণ এভাবে না যায়, সে জন্য প্রশাসনকে কঠোর হতে হবে।’

নিহতের মা আম্বিয়া খাতুন আবেগে বলেন, ‘আমার ছেলেকে যেভাবে হত্যা করেছে। আমি সেইভাবে খুনি জুয়েলকে মারতে চাই।’

এদিকে গত বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ওবাইদুর রহমান জুয়েলকে আসামি থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েলের কাছে থাকা ধারালো চুরি দিয়ে জাহিদুলের গলায় আঘাত করে। এতে জাহিদুল সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

এ বিষয়ে ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত