Ajker Patrika

সম্মেলনের তিন দিন পর যুবলীগের কমিটি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০: ৩৮
সম্মেলনের তিন দিন পর যুবলীগের কমিটি

শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী টুটুলকে সভাপতি, মো. রাহাত মঈন উদ্দিন মুন্নাকে সাধারণ সম্পাদক, মো. জালাল উদ্দিন রুয়েলকে সিনিয়র সহসভাপতি, মো. আব্দুল কাইয়ুমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মোহন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ৯ অক্টোবর ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের মাঠে ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন রুয়েল। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজল উদ্দিন তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত