Ajker Patrika

প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭: ১৫
প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

শেরপুরের নালিতাবাড়ীতে মরিচপুরান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফায় মরিচপুরান বাজারে এই সংঘর্ষ হয়।

পুলিশ বলছে, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়েছি। একজন আহত হয়েছে। দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদের পক্ষে কর্মী সমর্থকেরা মরিচপুরান বাজারে নৌকার মিছিল বের করে। এ সময় মরিচপুরান বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের মোটরসাইকেল প্রতীকের কার্যালয়ে শফিকের কর্মী সমর্থকেরা হামলা চালায়। কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।

এ সময় কার্যালয়ে থাকা নজরুলের দুই কর্মীকে মারধর করা হয়। এ ছাড়া মরিচপুরান বাজারে কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে। এ সময় নজরুলের কর্মী সমর্থকেরা কার্যালয় থেকে সরে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এলাকা থেকে চলে গেলে রাত সাড়ে ৯টার দিকে নজরুল ইসলামসহ তাঁর সমর্থকেরা কার্যালয়ে ফিরে আসেন। এ সময় অটোরিকশা করে শফিকের সমর্থকেরা মরিচপুরান বাজারে এলে নজরুলের সমর্থকেরা তাদের ওপর হামলা করে। এতে অটোরিকশা চালক মো. ফরহাদ মিয়াসহ আরও চারজন আহত হন। রাতেই নজরুল ইসলাম ও শফিক পরস্পরকে অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বলেন, মিছিল থেকে নৌকার কর্মী ও সমর্থকেরা হামলা চালিয়ে আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছ। মারধর করা হয় দুই কর্মীকে।

নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার শফিক আহমেদ বলেন, আমার কর্মীরা কোন নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে নাই। নজরুলের কর্মীদের হামলায় অটোচালক ফরহাদসহ আমার চারজন কর্মী আহত হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত