Ajker Patrika

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, চার জনের নামে মামলা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৪২
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, চার জনের নামে মামলা

নওগাঁর মান্দায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদী নুরুজামান রিপনের অভিযোগ, মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আসামিরা। এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

মামলার আসামিরা হলেন বুলবুল আহমেদ, রায়হান আলী, ফজলুল করিম সবুজ ও আব্বাস আলী।

মামলার সূত্রে জানা গেছে, মামলার বাদী নুরুজামান রিপন উপজেলার গনেশপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছোট ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে সদলপুর এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২৫ জুন সে ওই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ২৭ জুন মেয়েকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় নুরুজামান রিপনের পরিবার। এ নিয়ে ওই রাতে সমঝোতা বৈঠকে ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উভয় পরিবার।

মামলার বাদী নুরুজ্জামান রিপন বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বুলবুল আহমেদ ও ওই মেয়ের বাবাকে সঙ্গে নিয়ে ২৮ জুন তাঁদের বাড়িতে আসেন। তাঁরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা, পুলিশে ধরিয়ে দেওয়াসহ বিভিন্ন হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাঁদের হাতে ২২ হাজার টাকা দেওয়া হয়। অবশিষ্ট ৭৮ হাজার টাকা দুই দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে চলে যান তাঁরা।

নুরুজ্জামান রিপন আরও বলেন, গত ৩০ জুন সাংবাদিক আব্বাস আলীর সহযোগিতায় একই দাবিতে মামলার আসামি রায়হান আলী ও ফজলুল করিম সবুজ তাঁদের বাড়িতে এসে আবারও ৭৮ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে সম্মানহানি ও পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে চলে যান।

বিষয়টি নিয়ে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। আদালতে বিচারিক কার্যক্রম চালু হলে ওই চারজনের বিরুদ্ধে নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ গত ১৮ জুলাই মামলাটি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ পিবিআইয়ের উপপরিদর্শক বাবুল আক্তার বলেন, মামলার তদন্তকাজ চলছে। আদালতে প্রতিবেদন দাখিলের আগে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত