Ajker Patrika

ইজিবাইকের লাইসেন্সের নামে নগরে ‘চাঁদাবাজি’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১২: ২৪
ইজিবাইকের লাইসেন্সের নামে নগরে ‘চাঁদাবাজি’

ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশা-ভ্যানের লাইসেন্স দেওয়ার নামে বরিশাল নগরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে। সংগঠনের নেতারা দাবি করেছেন, জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিকশা শ্রমিক কল্যাণ সংগঠন এ চাঁদাবাজিতে নেমেছে। তাদের মাধ্যমে লাইসেন্স করার জন্য কয়েক দিন আগে নগরে মাইকিং করেছে সংগঠনটি। জানা গেছে, ক্ষমতাসীন দলের নেতাদের মাধ্যমে এ সংগঠনটি নিয়ন্ত্রিত হচ্ছে।

বুধবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতারা বলেন, গত এপ্রিলে উচ্চ আদালতের পৃথক দুটি রায়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক যানবাহনের লাইসেন্স প্রদানের নির্দেশ দেওয়া হয়। এটা সংগ্রাম কমিটির আন্দোলনের ফসল। এটাকে পুঁজি করে এপ্রিলের শেষ সপ্তাহে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সিটি করপোরেশন থেকে লাইসেন্স করে দেওয়ার কথা বলে নগরে মাইকিং করা হয়। ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা এ সংগঠনটি পরিচালনা করেন। তাঁদের বিরুদ্ধে ব্যাটারিচালিত যানে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। তারা লাইসেন্স দেওয়ার নামে নতুন করে চাঁদাবাজিতে নেমেছে বলে সংগ্রাম পরিষদ নেতারা দাবি করেন।

নগরে মাইকিং করার কথা স্বীকার করে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ জামাল গাজী সাংবাদিকদের বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাঁদের এ দায়িত্ব দিয়েছেন। লাইসেন্স প্রদানে তাঁরা সিটি করপোরেশনকে সহযোগিতা করছেন। জামাল গাজী বলেন, তাদের সংগঠন ২০১৩ সাল থেকে ইজিবাইক চালকদের কল্যাণে কাজ করছে। জামাল গাজী স্বীকার করেন, তাঁরা সিটি মেয়রের নিয়ন্ত্রিত সংগঠন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান সাংবাদিকদের বলেন, আগামী ১৫ মে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠনের এক সমাবেশে লাইসেন্স প্রদানের ঘোষণা দেওয়া হবে। ওই সমাবেশে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ থাকবেন কি-না তা এখনও নিশ্চিত হয়নি। সংগঠনটির পক্ষ থেকে তাদের মাধ্যমে লাইসেন্স করার বিষয়ে মাইকিং করার বিষয়টি জানা নেই বলে দাবি করেন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত