Ajker Patrika

পথচারীদের হাঁটতে হয় রাস্তার মাঝ দিয়ে

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৪৫
পথচারীদের হাঁটতে হয় রাস্তার মাঝ দিয়ে

চারঘাট উপজেলা সদরের প্রধান সড়কের দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এতে ট্রাক ও বাস সড়কটিতে প্রবেশ করলেই যানজট লেগে যায়। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখল করে রেখেছেন হকাররা। বাধ্য হয়ে পথচারীদের হাঁটতে হয় সড়কের মাঝ দিয়ে। চারঘাট বাসস্ট্যান্ড থেকে মেডিকেল মোড় পর্যন্ত এ চিত্র নিত্যদিনের।

বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের প্রধান সড়কটির প্রশস্তকরণ কাজ চলছে। সড়কটির অর্ধেক অংশ অবৈধ অটোরিকশাস্ট্যান্ড বানিয়ে দখল করা হয়েছে। যত্রতত্র মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখেন চালকেরা। এ ছাড়া ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় বাজারে আসা লোকজনকে চরম বিড়ম্বনায় পড়তে হয়।

বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘চারঘাট বাজারে অটোরিকশা, অটোভ্যান ও মোটরসাইকেলের চাপ বেশি। এগুলো পার্কিংয়ের নির্দিষ্ট কোনো স্থান নেই। যেখানে-সেখানে যখন-তখন যানবাহনগুলো পার্কিং করায় যানজট দেখা দিচ্ছে। বাসস্ট্যান্ড, চারমাথা মোড়, আড়ানী রোড, থানা রোড ও মেডিকেল মোড়ে সব সময় যানজট লেগে থাকে।’

উপজেলার সরদহ সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজা খাতুন বলেন, ‘আমাকে প্রতিদিন বাজার পার হয়ে কলেজে যেতে হয়। কিন্তু যানজটের কারণে রাস্তা পার হতে অনেক সময় লাগে। ফুটপাত দখল করেছেন ব্যবসায়ীরা, আর রাস্তা দখল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা।’

বাজারের যানজটে নিরসনে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন। চারমাথা মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যাপারে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় একাধিকবার আলোচনাও হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বলেন, ‘ট্রাফিক পুলিশ আমাদের থানায় নেই। এটা ট্রাফিক বিভাগ থেকে আসে। আমাদের জনবল দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম চালাচ্ছি। তারপরও বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে চারমাথা মোড়ে পুলিশ দায়িত্ব পালন করে। কিন্তু সব সময় পুলিশ রাখা সম্ভব হয় না।’

এ বিষয়ে চারঘাট বাজার কমিটির সভাপতি চান মিয়া বলেন, ‘বাজারে যানজট নিত্যদিনের ঘটনা। বাজার কমিটির পক্ষ থেকে নিষেধ করলেও কেউ মানছেন না। বাজারের যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’

চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক বলেন, ‘রাস্তা ও ফুটপাতের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করা হয়েছে। অচিরেই এগুলো দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত