Ajker Patrika

সাকিব যুক্তরাষ্ট্রে, নীরব আওয়ামী লীগ

ফয়সাল পারভেজ, মাগুরা
সাকিব যুক্তরাষ্ট্রে, নীরব আওয়ামী লীগ

প্রচারের হাতে গোনা কয়েক দিন বাকি থাকলেও নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে নেই সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে তাঁর পরিবার অবস্থান করছে। তাঁর অনুপস্থিতিতে অনেকটা নীরব স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের শঙ্কায় প্রতীক বরাদ্দের আগে তাঁরা কোনো কর্মসূচি করছেন না। তবে তাঁকে জেতাতে নানামুখী প্রচারে যাবে দল।

মাগুরায় সাকিবকে সব শেষ দেখা যায় ৫ ডিসেম্বর। সে দিন দুপুরে শহরের জামরুল তলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি উপস্থিত ছিলেন। ওই সভায় মাগুরার দুটি আসনে প্রচার নিয়ে কথা হয় দলটির শীর্ষ নেতাদের সঙ্গে। বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাকিব মাগুরা এলে তারপর প্রচারের বিষয়ে আলোচনা হবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব মাগুরায় নেই। তিনি শিগগিরই আসবেন। যেহেতু মনোনয়ন পাওয়ার পর মাগুরায় আসাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের নোটিশ হয়েছিল। সেই কারণে সাকিব নিজেও আর গণসংযোগ করছেন না। প্রতীক বরাদ্দের পর আমরা নানামুখী 
প্রচারে যাব।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘নৌকাকে বিপুল ভোটে জেতাতে আগেই আওয়ামী লীগ থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে কমিটি কাজ করবে। সাকিব যেহেতু বিশ্বে একজন ক্রীড়া ব্যক্তিত্ব, তাই সব বিষয় মাথায় রেখে ভালো একটা প্রচারের কৌশল চালানো হবে।’

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত