Ajker Patrika

শিক্ষামন্ত্রীর পক্ষে বিক্ষোভ করল ছাত্রলীগ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪১
শিক্ষামন্ত্রীর পক্ষে বিক্ষোভ করল ছাত্রলীগ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের নেতারা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এক সমাবেশে এর প্রতিবাদ জানান তাঁরা।

এর আগে কালিয়াপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। মিছিলটি দোয়াভাঙ্গা হয়ে আবার কালিয়াপাড়া বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মো. আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তানজিজুল আজিজ রায়হান, কাজী মাহবুব আলম জুয়েল, এরশাদ আলম বেপারি, কাজী রুবেল, মহসিন আহমেদ, মেহেদি হাসান রাফি, শাহরাস্তি পৌর ছাত্রলীগের নেতা আবু সাঈদ, মেহের ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা মো. সাহাবুদ্দিন, টামটা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, শাহনুর আলম ইমন, গাজী নাবিদ ইশতিয়াক, টামটা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয় প্রধানিয়া, শামীম পাটওয়ারী, মেহার উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. শাহপরাণ প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত