Ajker Patrika

আ.লীগের মনোনয়ন সাজাপ্রাপ্ত আসামির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১১: ০৬
আ.লীগের মনোনয়ন সাজাপ্রাপ্ত আসামির

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। আর নবীনগর উপজেলার রতনপুর ইউপিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে একটি বিশেষ বাহিনী থেকে অবসরে আসা তাঁর চাচাতো ভাইয়ের হাতে ১/১১-র সময় নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় আ. লীগের নেতা কর্মীরা। নোয়াগাঁও ইউপিতে শফিকুল ইসলাম এবং রতনপুর ইউপিতে সৈয়দ জাহিদ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ওই দুই ইউপির বর্তমান চেয়ারম্যানদের বাদ দিয়ে বিতর্কিত দুই প্রার্থীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় সর্বত্র এখন সমালোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ থেকে যেসব প্রার্থীদের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়-তার মধ্যে নোয়াগাঁও ইউপিতে শফিকুল ইসলাম এবং রতনপুর ইউপিতে জাহিদ হোসেনের নামও ছিল। মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাদের নাম ঘোষণা করে।

অভিযোগ উঠেছে, সৈয়দ জাহিদ হোসেনের চাচাতো ভাই ১/১১-র সময় একটি বিশেষ বাহিনীর কর্মকর্তা ছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকে হয়রানি ও নির্যাতন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, নোয়াগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে চেক জালিয়াতির অভিযোগে মামলা করেন আশুগঞ্জের শরীয়তনগর এলাকার বাসিন্দা আবু আসিফ আহমেদ। ওই মামলার আদেশে গত বছরের ২১ সেপ্টেম্বর শফিকুলকে এক বছরের কারাদণ্ড ও চেকে বর্ণিত ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘জাহিদের ভাইয়ের বিষয়ে আমি শুনেছি, কিন্তু সত্যতা জানি না। তাঁর ভাইয়ের জন্য তো সে দায়ী হতে পারে না। আর শফিকুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগটি সত্য হলে এটি আপত্তিজনক। মামলায় সাজার বিষয়টি আমরা জানতাম না। আমরা পাঁচজন করে নাম পাঠিয়েছিলাম। ওই নামের মধ্যে তাঁদের নামও ছিল।’

চেক জালিয়াতির মামলার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘চেক জালিয়াতির মামলাটি গত বছরের। বর্তমানে আমি খালাস পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত