Ajker Patrika

ভর্তি কোচিং করতে এসে নিখোঁজ তরুণ

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
ভর্তি কোচিং করতে এসে নিখোঁজ তরুণ

রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে এসে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী তাহমিদ ইব্রাহীম ওরফে রাফি (২০)। নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ রাফি ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি গ্রামের একরামুলের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ২০ দিন আগে রংপুরে এসেছিলেন রাফি। তিনি রংপুর নগরীর বেতার সড়ক সংলগ্ন কছির উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পাশের গুলশান ছাত্রাবাসে থাকতেন। গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে ছাত্রাবাস থেকে বের হন রাফি। সকাল দশটায় মা জুঁই বেগম রাফির নম্বরে ফোন করলে ব্যস্ত থাকার কথা বলে কল কেটে দেওয়া হয়। এরপর একাধিকবার চেষ্টা করেও রাফির ফোন নম্বর সচল পাওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যমে পরিচিত সব জায়গায় খোঁজখবরের পর সন্ধান না পেয়ে থানায় জিডি করে রাফির পরিবার।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘নিখোঁজ তরুণের সন্ধানে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত