Ajker Patrika

সমাবেশে লাখো মানুষ জড়ো করার লক্ষ্য বিএনপির

খান রফিক, বরিশাল
সমাবেশে লাখো মানুষ জড়ো করার লক্ষ্য বিএনপির

বরিশালে আগামী ৫ নভেম্বর বড় ধরনের গণসমাবেশ করতে চায় বিএনপি। এ লক্ষ্যে অতীতের সব রেকর্ড ভেঙে বিভাগের ৬ জেলা থেকে লক্ষাধিক নেতা-কর্মী জমায়েতের টার্গেট নিয়েছে দলটি। সমাবেশ সফল করতে গত রোববার নগরের একটি অভিজাত হোটেলে বরিশাল বিভাগীয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, গণসমাবেশে আসা নেতা-কর্মীদের ওপর বাধা এলে তা প্রতিহত করতে পতাকা মিছিলে ‘লাঠি’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের যুগ্ম মহাসচিব ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

গণসমাবেশ বাস্তবায়ন প্রচার উপকমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান আজকের পত্রিকাকে বলেন, সমাবেশ সফল করতে ইউনিয়ন পর্যায়ে লিফলেট-পোস্টার বিতরণ করব। দ্রব্যমূল্য, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আকন কুদ্দুসর রহমান আরও বলেন, ‘প্রস্তুতি সভায় বলে দেওয়া হয়েছে, বাধা দিলে বাধা প্রতিহত করবেন, তা যেখানেই হোক। সরকারি দল অগণতান্ত্রিক ভাষায় কথা বললে আমরাও বলব। তাঁরা লাঠি হাতে নিলে আমরাও লাঠি নেব। গণসমাবেশে যাঁরা পতাকা মিছিল নিয়ে আসবেন, তাঁরা যেভাবেই হোক সমাবেশস্থলে পৌঁছাবেন। এজন্য হাতে যা রাখা দরকার তা-ই থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, কেবল মার খাবেন এটা তো হয় না। আমরা অতীতের রেকর্ড ভঙ্গ করে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে চাই।’

সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, প্রস্তুতিসভায় ভোলার নেতারা জানিয়েছেন, তাঁরা বড় লঞ্চ ভরে নেতা-কর্মী আনবেন। পটুয়াখালী, পিরোজপুরের নেতা-কর্মীরা আসবেন বাসবোঝাই করে।

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক বিলকিস জাহান শিরিন বলেন, সভায় বরিশাল বিভাগের আটটি ইউনিটের নেতাদের গণসমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রচার কমিটি তৃণমূলে দাওয়াত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভেন্যু হিসেবে নগরভবনের সামনের সড়ক, জিলা স্কুল মাঠ, ঈদগা ময়দান চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হবে। লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট। গণসমাবেশে আসা নেতা-কর্মীদের জাতীয় পতাকা ও লাঠি মিছিল করতে নির্দেশ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমরা জাতীয় পতাকা ধারণ করি, প্রয়োজনে পতাকা রাখব। নিজেদের নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে এবার যা কিছু করার করব।’

প্রস্তুতি সভায় নেতারা বলেন, বিএনপির ডাকে দেশের মানুষ রাজপথে নেমেছে। এই গণজাগরণকে গুলি চালিয়ে, নির্যাতন করে দমন করা যাবে না।

সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

এ ব্যাপারে বরিশাল নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘ভেন্যু নির্ধারণের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।

তবে নগরভবনের সামনে সমাবেশ করতে চাইলে সিটি করপোরেশনের কাছে আবেদন করতে হবে। লাঠি নিয়ে মিছিল করা গণতান্ত্রিক আচরণ তো না। এসব উসকানিমূলক ঘটনা বিএনপি ঘটাতে চাইলে

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশমতো আমরা পদক্ষেপ নেব। অবশ্য এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই মুখ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত