Ajker Patrika

সখীপুরে নতুন বছরের শুভেচ্ছার আড়ালে প্রার্থিতার প্রচার

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
সখীপুরে নতুন বছরের শুভেচ্ছার   আড়ালে প্রার্থিতার প্রচার

শুভেচ্ছা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার অলিগলি ও গ্রামের বাজার। নতুন বছরের শুভেচ্ছা জানাতেই এমন আয়োজন। শহর থেকে গ্রামের প্রায় সব সড়কেই ঝুলছে সর্বস্তরের জনগণকে নতুন বছরের শুভেচ্ছাসংবলিত রংবেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার ছড়াছড়ি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এসব শুভেচ্ছার পেছনে রয়েছে ভিন্ন কারণ। উপজেলার ১০ ইউপির মধ্যে গত ১১ নভেম্বর ৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে আরও ৬টি ইউপি নির্বাচন। ধারণা করা হচ্ছে, আগামী মার্চের প্রথম সপ্তাহে উপজেলার গজারিয়া, দাড়িয়াপুর, হাতীবান্ধা, কালিয়া, নবগঠিত বড়চওনা ও হতেয়া-রাজাবাড়ী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করতেই এসব ফেস্টুন ও পোস্টার টাঙানো হয়েছে। কেউ কেউ প্রবাসে থেকেও নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। দেশে ফিরে লড়তে চান ভোটযুদ্ধে।

উপজেলার দাড়িয়াপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে ১১ জন শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে জনগণের কাছে দোয়া চেয়েছেন। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডেই চলছে এমন অবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য প্রার্থী বলেন, ‘কোনো উপলক্ষ ছাড়া তো আর শুভেচ্ছা জানানো যায় না। নির্বাচনও কাছাকাছি, এদিকে পড়ল ইংরেজি নতুন বছর। তাই নতুন বছরের শুভেচ্ছা দিয়েই পোস্টার সাঁটিয়েছি। একই সঙ্গে স্থানীয় জনগণকে শুভেচ্ছা জানানো হলো, অন্যদিকে নিজের প্রার্থিতার জানান দেওয়া হলো।’

উপজেলার হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা স্বপন আহমেদ বলেন, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রার্থিতা ঘোষণার নিয়মে পরিণত হয়ে গেছে। ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালে বুঝতে পারি ইউপি সদস্য প্রার্থী, ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালে চেয়ারম্যান প্রার্থী হবেন।

এ বিষয়ে এলাকার সচেতন মহল বলছে, গাছে গাছে ব্যানার-ফেস্টুন ও ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে প্রার্থিতা ঘোষণার বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে বিব্রতকর। তাই পোস্টার সাঁটানোর বিষয়টি অবশ্যই একটি নিয়মের মধ্যে আসা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত