Ajker Patrika

মধুখালীতে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ২

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৬
মধুখালীতে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ২

ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বালু টানার ট্রাকের হেলপার সিয়াম (১৬) ও মোটরসাইকেল আরোহী আল আমিন (২৫) নিহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের স্যানখালী সেতু এলাকায় কামারখালীর দিকে যাওয়া ৫ চাকার বালু টানা ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকটির হেলপার সিয়াম ট্রাকের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সিয়াম উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব বাগাট গ্রামের বাসিন্দা ছিলেন।

অপর দিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে মধুখালী থেকে বামুন্দী বালিয়াকান্দি বাজারের দিকে যাচ্ছিলেন আল আমিন নামের এক যুবক। পথিমধ্যে কোরকদি ইউনিয়নের রামদিয়া গ্রামের বটতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায়। এত ঘটনাস্থলেই আল আমিন নিহত হন। মোটরসাইকেলের অপর দুই আরোহী ইমরুল (২৩) ও মো. নাঈম (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত