Ajker Patrika

পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা, স্বচ্ছতার আশা

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৯
পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা, স্বচ্ছতার আশা

পুলিশ সদস্যদের কাজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কোনো অপরাধী করেন মিথ্যাচার। এসব বিষয়ে অগ্রহণযোগ্যতা এড়াতে সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের জেলা পুলিশ।

গতকাল রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান শরীরে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ বিভাগ জানায়, পুলিশের অভিযানে স্বচ্ছতা, জবাবদিহি আনার জন্য পুলিশের এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা-নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, এই কারণেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ সদস্যরা অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবে। আপাতত জেলার পাঁচ থানায় ১০ টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে।

প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়, আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। তা ছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত