পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ১১৫ বছরেও জাতীয়করণ হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বিদ্যালয়টিকে সরকারিকরণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ-রানীশংকৈল সড়ক সংলগ্ন জগথা মৌজায় অবস্থিত পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়। ১৯০৭ সালে তৎকালীন মালদুয়ার এস্টেটের জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু হয় বিদ্যালয়ের। পরে জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের মতবিরোধ দেখা দিলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। তবে কয়েক বছরের মধ্যেই স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ জমিদারের সঙ্গে সমঝোতায় উপনীত হলে ১৯১৮ সালে জমিদার পুনরায় বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেন এবং স্কুলের জন্য একটি আধপাকা ভবন নির্মাণ করে ১৯১৮ সালের ১০ মার্চ জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরী নিজেই স্কুল ভবন উদ্বোধন করেন। তখন থেকে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসেবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ও জ্ঞানের আলোকবর্তিকা হাতে দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে চালু আছে মেয়েদের জন্য প্রভাতি ও ছেলেদের জন্য দিবা শাখা। এ ছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষাদানের জন্য রয়েছেন নিয়মিত ৩৮ জন ও চুক্তিবদ্ধ ৯ জন মিলে মোট ৪৭ জন শিক্ষক। এ ছাড়া ২ জন লাইব্রেরিয়ান, ২ জন ল্যাব সহকারী, কম্পিউটারে ১ জন এবং ১৩ জন বিভিন্ন স্কেলের কর্মচারী কর্মরত আছেন। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের নেতৃত্বে দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ষাটের দশকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করেই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে যা পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। এ দুটি প্রতিষ্ঠান ৮০-এর দশকে জাতীয়করণ করা হলেও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, ‘এ বিদ্যালয়কে আরও গতিশীল করতে হলে লেখাপড়ার মান উন্নয়ন এবং সরকারিকরণে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ১১৫ বছরেও জাতীয়করণ হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বিদ্যালয়টিকে সরকারিকরণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ-রানীশংকৈল সড়ক সংলগ্ন জগথা মৌজায় অবস্থিত পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়। ১৯০৭ সালে তৎকালীন মালদুয়ার এস্টেটের জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু হয় বিদ্যালয়ের। পরে জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের মতবিরোধ দেখা দিলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। তবে কয়েক বছরের মধ্যেই স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ জমিদারের সঙ্গে সমঝোতায় উপনীত হলে ১৯১৮ সালে জমিদার পুনরায় বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেন এবং স্কুলের জন্য একটি আধপাকা ভবন নির্মাণ করে ১৯১৮ সালের ১০ মার্চ জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরী নিজেই স্কুল ভবন উদ্বোধন করেন। তখন থেকে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসেবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ও জ্ঞানের আলোকবর্তিকা হাতে দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে চালু আছে মেয়েদের জন্য প্রভাতি ও ছেলেদের জন্য দিবা শাখা। এ ছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষাদানের জন্য রয়েছেন নিয়মিত ৩৮ জন ও চুক্তিবদ্ধ ৯ জন মিলে মোট ৪৭ জন শিক্ষক। এ ছাড়া ২ জন লাইব্রেরিয়ান, ২ জন ল্যাব সহকারী, কম্পিউটারে ১ জন এবং ১৩ জন বিভিন্ন স্কেলের কর্মচারী কর্মরত আছেন। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের নেতৃত্বে দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ষাটের দশকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করেই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে যা পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। এ দুটি প্রতিষ্ঠান ৮০-এর দশকে জাতীয়করণ করা হলেও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, ‘এ বিদ্যালয়কে আরও গতিশীল করতে হলে লেখাপড়ার মান উন্নয়ন এবং সরকারিকরণে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫