Ajker Patrika

পূর্ণিমার ডাবল ধামাকা

পূর্ণিমার ডাবল ধামাকা

সম্প্রতি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হোটেল রিল্যাক্স’ সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ বিডি জানিয়েছে, রোজার ঈদে ওয়েব সিরিজটি মুক্তি দেবে তারা। তাই এবার ঈদেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।

পূর্ণিমাভক্তদের জন্য রয়েছে আরও সুখবর। ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা আসছেন বড় পর্দায়। সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছেন, এবারের ঈদে ‘আহারে জীবন’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সঙ্গে আছেন ফেরদৌস।

নির্মাতা ছটকু আহমেদ বলেন, ‘আহারে জীবনের কাজ অল্প কিছু বাকি আছে। শিগগিরই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি, আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকেরা।’ ঈদে ডাবল ধামাকা নিয়ে নিজেও উচ্ছ্বসিত পূর্ণিমা। অভিনেত্রী বলেন, ‘ছটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তাঁর নির্দেশনায় আহারে জীবন সিনেমায় অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাজ করেও বেশ ভালো লেগেছে। দুটি নতুন কাজ প্রকাশ পেলে আশা করছি, দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত