Ajker Patrika

প্রধানমন্ত্রীর জনসভা ২৯ জানুয়ারি, প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রধানমন্ত্রীর জনসভা ২৯ জানুয়ারি, প্রস্তুতি শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন রাজশাহীবাসীর জন্য নানা প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন তিনি। এবারও জনসভা থেকে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজশাহীর উন্নয়নের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। তাঁর আগমন উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ।

জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের রাজশাহী জেলা ও মহানগরের প্রতিনিধি সভা হবে। ১১ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা হবে। এতে রাজশাহী মহানগর ছাড়াও বিভাগের আট জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।

জনসভা সফল করতে গত রোববার রাতে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভাও হয়েছে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বর্ধিত সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত