Ajker Patrika

ছাত্রীকে যৌন হয়রানি স্কুলশিক্ষক বরখাস্ত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৩: ১৬
ছাত্রীকে যৌন হয়রানি স্কুলশিক্ষক বরখাস্ত

খাগড়াছড়ির রামগড়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার ওই শিক্ষকের বিরুদ্ধের মামলা করেন ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা কার্যালয়।

প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীনের স্বাক্ষরে অভিযুক্ত শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়। গত সোমবার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ ইখতেয়ার উদ্দীন আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২ (খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মো. বেলায়েত হোসেন (৪২) উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্দা। ঘটনা জানাজানির পর গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক। এই ঘটনায় তাঁর গ্রেপ্তারের দাবিতে গত সোমবার সকালে ‘রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর’ ব্যানারে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশ থেকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর ভুক্তভোগী ছাত্রী ও এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন অভিযুক্ত শিক্ষক। শ্রেণিকক্ষে সহপাঠীকে প্রথম সারি ও ভুক্তভোগী ছাত্রীকে পেছনের সারিতে বসানো হয়। পরে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন শিক্ষক। এদিকে বাড়িতে এসে ঘটনাটি মাকে জানায় ভুক্তভোগী ছাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত