Ajker Patrika

এক পরাজিতের বাড়িতে আরেক পরাজিতের হামলা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২: ৪২
এক পরাজিতের বাড়িতে আরেক পরাজিতের হামলা

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী জ্যোতির্ময় চন্দ নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গত বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে জ্যোতির্ময় চন্দ নাড়ু ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুইজনই পরাজিত হন। ফলাফল ঘোষণার পর খোকনের সমর্থকরা জ্যোর্তিময় চন্দ নাড়ুর বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর করে।

জ্যোতির্ময় চন্দ নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খাকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি।’ তিনি এ ঘটনার বিচার দাবি করেন। তবে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহবত কবীর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত