Ajker Patrika

বাস দুর্ঘটনায় আহত ১৭ জন হাসপাতালে

খান রফিক, বরিশাল
আপডেট : ৩০ মে ২০২২, ১৯: ৫৯
বাস দুর্ঘটনায় আহত ১৭ জন  হাসপাতালে

মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি গণেশ পাগলার মেলায় গিয়েছিলেন বরিশালের উজিরপুর, বানারীপাড়ার একদল ভক্ত। রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় টেকের হাট থেকে তারা চড়েন ঢাকা-বরিশালগামী বাস যমুনা লাইনে। ভোর সাড়ে ৫টার খানিক আগে উজিরপুরের বামরাইলে ওই যাত্রীদের নামার কথা ছিল। এ জন্য সিট থেকে উঠে বাসের সামনে অপেক্ষমাণ ছিলেন কয়েকজন। তীব্র গতিতে আসা বাসটি হঠাৎ ঘুরে জোরে ধাক্কা খায় রেইনট্রি গাছের সঙ্গে। এতে গুরুতর আহত হন গণেশ পাগলের মেলায় যাওয়া ভক্ত মাধবশীল (৩৫)। পরে শেবাচিম হাসপাতালে মারা যান তিনি। গতকাল রোববার ভোরে বরিশালের উজিরপুরের বামরাইলের শানুহারে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে শেবাচিম হাসপাতালে কাতরাচ্ছে ১৭ জন।

পাগলার মেলায় যাওয়া বাবা মাধব শীলের সঙ্গে ছেলে অনীক শীলও গিয়েছিল। শেবাচিম হাসপাতালে অবস্থানকালে গতকাল রোববার দুপুরে অনীক এবং চাচাতো ভাই বিলাশ শীল জানায়, তারা বাবা, চাচা মিলে ৫-৬ জন পাগলার মেলায় যান। রাত সাড়ে ৩টায় রওনা দেন বাড়ি উজিরপুরের মন্ডুপাশার উদ্দেশ্যে। টেকের হাট দিয়ে বাসে উঠে পেছনের সিটে ঘুমিয়ে পরেন। পথে শানুহার বামরাইলের মাঝখানে সকাল সাড়ে ৫টার আগে পৌঁছালে বাবা মাধবশীল ও চাচা দিনেশ শীল বাসের সামনে যায়। তারা দুই ভাইও উঠে সামনের দিকে যাওয়ার সময় বাসটি ঘুরে যায়। তারা ছিটকে সামনে পরেন। বাসটি রেইনট্রি গাছের ওপর পড়ে দুমরে মুচড়ে যায়। অনিক চিৎকার করে বলেন, বাবা মাধবের লাশ তারা টেনে বের করেছেন। ড্রাইভার শুরু থেকেই অনেকটা তন্দ্রাচ্ছন্ন ছিল বলে আহতরা জানান। হাসপাতালে কাতরাচ্ছেন পাগলার মেলায় যাওয়া আহত বানারীপাড়ার বিমল হালদারও।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ১৮ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাধব চন্দ্র শীল মারা গেছেন। বাকি ১৭ জন হচ্ছেন মিলন, লতা, সোহেল, সেলিম, কালু, অনিক, লিটন, দিনেশ, রুহল আমিন, হাছান, জেসমিন, ফরিদা, জলি মৃধা, বিমল, মরিয়ম, আখি এবং আনিচ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গতকাল দুপুরে হাসপাতাল পরিদর্শনকালে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের আহতদের সুচিকিৎসার নির্দেশ দেন। তাঁদের সব ধরনের ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষই করবে বলে জানান পরিচালক সাইফুল। এদিকে আহতদের খোঁজখবর নিতে শেবাচিম হাসপাতালে যান বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত