Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার

ফুলপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার

বীর মুক্তিযোদ্ধাদের এসে যাতে দাঁড়িয়ে না থাকতে হয়, সে জন্য শুধু তাঁদের জন্য ফুলপুর থানার ওসির কক্ষে একটি চেয়ার সংরক্ষিত করা হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন এই উদ্যোগ নিয়েছেন।

ফুলপুর থানা সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের কথা শোনেন তিনি। পরে তিনি গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে থানার ওসির কক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত রাখার ঘোষণা দেন।

এ ছাড়া আইন অনুসারে তাঁদের সমস্যা দ্রুত সমাধান করার কথাও বলেন তিনি। পরে গত শুক্রবার রাতে নিজ কক্ষে রাখা চেয়ারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তিনি প্রশংসিত হন। বীর মুক্তিযোদ্ধারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাঁরা দেশ স্বাধীন করেছেন। তাই তাঁদের জন্য কিছু করতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ