Ajker Patrika

৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবি

৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক কর্মচারী ফেডারেশন সমিতির বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা হানিফ হোসেন তালুকদার, প্রনব ব্যাপারী, শাহ আলম, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফারহানা তিথি, মো. শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে বেসরকারি শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য নয়। তাঁদের বদলি ব্যবস্থা না থাকায় একই স্থানে থেকে চাকরি করতে হচ্ছে। এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক অনেকদিন ধরে বেতন পাচ্ছেন না।

সমাবেশে বক্তারা বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সহকারী অধ্যাপক পদবি চালু, এমপিওভুক্ত করা, অফিসগুলোতে শিক্ষক কর্মচারীদের হয়রানি বন্ধ করা, যানবাহনে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের হাফ ভাড়া প্রদানসহ শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...