Ajker Patrika

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ০৯
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আব্দুল কাশেম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা-পুলিশ। গতকাল রোববার বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল কাশেম দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়ার বাসিন্দা।

ভেড়ামারা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আসামি আব্দুল কাশেম এক চাকরিপ্রার্থীকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লাখ টাকা দাবি করেন। তিনি চাকরিপ্রার্থী ও তার পরিবারকে পুলিশ সুপারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করায়ে দেবেন এ কথাও বলেন। এরপর চাকরিপ্রার্থী ও তার বাবাকে নিয়ে কুষ্টিয়া শহরে নিয়ে যান। সেখানে একজনকে এসপি ও অপরজনকে পুলিশ লাইন স্কুলের শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেন। তাঁরা তিনজনই জানায় লিখিত পরীক্ষার পর টাকা দিতে হবে।

এরই মধ্যে পুলিশের চাকরি পেতে কোনোভাবে অবৈধ টাকা লেনদেন হচ্ছে না- এ কথা প্রার্থীর আত্মীয়-স্বজনেরা জানালে প্রার্থী ও তার পরিবার বুঝতে পারে এই তিনজন প্রতারক। গত ১ নভেম্বর তাঁরা ভেড়ামারা থানায় বিষয়টি অবহিত করেন। পুলিশ অভিযোগ দিতে বললে প্রার্থী ও অভিভাবক অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এসআই দীপন কুমার ঘোষ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গত শনিবার মামলা করেন। ওই রাতেই আসামি আব্দুল কাশেমকে আল্লারদর্গার একটি স্কুলের মাঠ থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আব্দুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত